এই চেহারায় দৌড়, জানে মানবে কি?
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কুস্তিগিররা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ২ মিটার ব্যাসের রিঙে নেমে একে অপরকে আছড়ে ফেলেন। ইওকোজুনার নামটাও হয়তো অনেকের কাছে পরিচিত। প্রায় ২৭০ কেজি ওজনের বিশালাকায় সুমো কুস্তিগির এ রিঙেও বহু লড়াইয়ে জিতেছেন।
বিশালায়কায় কুস্তিগিররা বেশ জোরে দৌড়াতে পারেন কি? শুনলে অবিশ্বাস হওয়ারই কথা। আসলে সবার ধারণা রয়েছে, দেহ ভারী হলে গতি কমে যায়। তা হয়তো যেতে পারে, কিন্তু আপনাদের মত পাল্টে যাবে। এই চেহারায় দৌড়, জানে মানবে কি এমনটা মনে হতে পারে।
আসলে নিয়মিত প্রশিক্ষিণ নেয়ার সময়, দৌড়নোটাও তাদের নিত্যদিনকার রুটিনের মধ্যেই পড়। রিঙে ক্ষিপ্রতা বজায় রাখতে ওজনের সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতাও বাড়াতে হয়।
২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম