মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৪:২২:৫৬

কাশ্মীরে ব্যাপক হামলার মুখে ভারতীয় বাহিনী

কাশ্মীরে ব্যাপক হামলার মুখে ভারতীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : আগামী কয়েক সপ্তাহে জম্মু-কাশ্মীরে ব্যাপক হামলার মুখে পড়তে যাচ্ছে ভারতীয় সেনারা। তাদের উপর ঘটতে পারে বেশ কিছু জঙ্গি হামলা, হতে পারে অনুপ্রবেশের চেষ্টা। সেনা বাহিনীকে সতর্ক করে এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দারা।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা, কাশ্মিরের বান্দিপোরায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা কেবল মাত্র শুরু, এর রেশ চলবে আরো অনেক দিন। বড় ধরণের হামলার স্বীকারও হতে পারে!

ভারতীয় সেনা কর্মকর্তা রবিদ্বীপ শাহি জানিয়েছেন, তাদের কাছে প্রায় সঠিক তথ্য রয়েছে যার থেকে তারা প্রায় নিশ্চিত যে আগামী দিনে সেনার উপর বাড়বে ভয়াবহ হামলার সংখ্যা।

তিনি আরো জানান, গোটা এলাকায় নতুন করে তল্লাসি অভিযান চালাবে সেনাবাহিনী। এলাকায় এখনো বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে