আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বসবাসকারী মুসলিমরা জিহাদে অংশ নেয় না, সেই 'অপরাধে' তাদের 'নির্লজ্জ' ও 'মেরুদণ্ডহীন' বলে কটাক্ষ করলেন জঙ্গি নেতা জাকির মুসা। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সাবেক কমান্ডার এবং বর্তমানে আল কায়েদার অন্যতম সদস্য এই জাকির।
এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে ভারতীয় মুসলিম সম্প্রদায়। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলানা কাসমির স্পষ্ট মত, ''ওই জঙ্গি নেতাকে মুসলিম বলে আমরা মনে করি না।''
সম্প্রতি একটি অডিও প্রকাশ করেছে আল কায়দা। তাতেই ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করতে শোনা গিয়েছে জাকিরকে। অডিওতে শুনতে পাওয়া গলা জাকির যে মুশারই, সেটি নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মীরের দুই ঊধ্বর্তন পুলিশকর্তা। যদিও, নিরাপত্তার কারণে ওই দুই পুলিশকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে।
কাশ্মীরি টানে উর্দু ভাষায় উচ্চারিত ওই অডিওতে মুসাকে বলতে শোনা গিয়েছে, ''ভারতীয় মুসলমানরা সব থেকে বেশি নির্লজ্জ। নিজেদের মুসলিম বলতে এদের লজ্জা হওয়া উচিত। তারা এতটাই নির্লজ্জ যে, লাঞ্ছনা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। জিহাদেও অংশ নেয় না।''
ওই জঙ্গি নেতা রীতিমতো উস্কানির সুরে বলেছে, বিশ্বে এখন কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করছে। সবার উচিত এক সঙ্গে জিহাদে অংশ নেওয়া। এ বিষয়ে লেখক আবুল বাশার বলেছেন, ''জঙ্গিরা ইসলামের অপব্যাখ্যা করে, এই জঙ্গি নেতার মন্তব্য সে কথা ফের প্রমাণ করল।'' আরও এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির অভিমত, ''এই সব মানুষের কাছ থেকে ইসলামের ব্যাখ্যা শোনার কোনও প্রশ্নই ওঠে না।''
ওই জঙ্গি নেতার দাবি, বিশ্ব জুড়ে অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই অত্যাচারের বদলা নেওয়া হবে বলেও অডিও বার্তায় হুমকি দিয়েছে মুসা। গোটা বিশ্বে শরিয়ত আইন প্রতিষ্ঠা করার হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছে তাকে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে এই অডিও। যে প্রোফাইল থেকে অডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে আল কায়দার কালো পতাকা দিয়ে ঢাকা বিশ্বের মানচিত্র এবং তার দু'পাশে দু'টি একে ৪৭।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস