সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:২৪:৫৫

গীতাকে ফিরে পেয়ে সব ভরসা দিলেন মোদি

গীতাকে ফিরে পেয়ে সব ভরসা দিলেন মোদি

বিনোদন ডেস্ক : পাকিস্তান থেকে এক দশক পর দেশে ফেরা মূক-বধির ভারতীয় মেয়ে গীতার সঙ্গে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাকে সস্নেহে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঘরে ফিরে এলে গীতা, তোমাকে সাদর অভ্যর্থনা জানাই। তোমাকে ফিরে পাওয়া সত্যিই খুব আনন্দের। তিনি বলেন, তোমার সঙ্গে এই ক্ষণ কাটানোর অভিজ্ঞতা এক অসাধারণ প্রাপ্তি। গীতার পরিবারকে খুঁজে বের করতে কোনো প্রয়াসই বাদ রাখা হবে না বলেও তাকে ভরসা দেন তিনি। গোটা দেশ তোমার খেয়াল রাখবে, এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে ধন্যবাদ জানানো হয় পাকিস্তানে গীতাকে আগলে রাখা স্বেচ্ছাসেবী সংগঠন এধি ফাউন্ডেশনকেও। গীতার দায়িত্ব নেয়ায় তাদের ‘দয়া, সহানুভূতির প্রতিরূপ’ বলেও উল্লেখ করেন মোদি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিলকিস বানো এধির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি বলেন, আমার মনে হয় না, এতগুলো বছর ধরে যেভাবে এধি পরিবার স্নেহ-ভালোবাসা, যত্ন, সুরক্ষা দিয়ে গীতাকে বড় করে তুলেছে, কোন ভাষা নেই তার মূল্যায়ন, প্রশংসার। তিনি বলেন, পরিবারটি যা করেছে তার বিচার কোনো আর্থিক মূল্যেই করা সম্ভব নয়। তা সত্ত্বেও আমি আনন্দের সঙ্গে তাদের ফাউন্ডেশনের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা করছি। বিলকিসের জন্ম গুজরাতের জুনাগড়েই, এ কথা জানার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তাকে পরিবারের সদস্যদের নিয়ে জুনাগড় যাওয়ার আমন্ত্রণও জানান। ভালোবাসা, মমতায় গীতার দেখভাল করায় বিলকিস ও এধি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে