ঘরে ফিরল গীতা, ভারতের ভিসা পেল পাকিস্তানি শিশুকন্যা
আন্তর্জাতিক ডেস্ক : ওমানের রয়াল হাসপাতালে চিকিত্সাধীন বাসমা মুহম্মদ ফয়জল নামে পাঁচ বছরের পাকিস্তানি শিশুকন্যা। লিভার প্রতিস্থাপনের অপারেশন করাতে হবে চেন্নাইয়ের গ্লোবাল হেল্থ সিটি হাসপাতালে।
লিভারের কঠিন অসুখে আক্রান্ত মেয়েটি। এজন্য মানবিক উদ্যোগ নিয়ে বাসমাকে ভিসা দিল ভারত। যেদিন পাকিস্তান থেকে দীর্ঘ ১৫ বছর পর ঘরে ফিরলেন মূক-বধির ভারতীয় কন্যা গীতা, সেদিনই এ খবর পাওয়া গেল।
এ ব্যাপারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে বলেছেন, ভারতে বাসমার সার্জারির জন্য আমরা ভিসা মঞ্জুর করেছি। ওর দ্রুত আরোগ্য কামনা করি।
মেয়েটির বাবা মুহম্মদ ফয়জল রাজা বলেছেন, অনেকদিন ধরে কিছু খেতে পারছে না ও। খুব দুর্বল হয়ে পড়েছে। ডাক্তাররা ওকে বিমানে ওঠার জন্য সক্ষম ছাড়পত্র দিলেই ভারত রওনা হব আমরা। এখন শিরায় ড্রিপ দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে।
গ্লোবাল হেল্থ সিটির মুখপাত্র জানিয়েছেন, তাদের সঙ্গে বাসমার পরিবারের নিয়মিত যোগাযোগ রয়েছে।
এদিকে পাকিস্তান থেকে এক দশক পর দেশে ফেরা মূক-বধির ভারতীয় মেয়ে গীতার সঙ্গে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাকে সস্নেহে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঘরে ফিরে এলে গীতা, তোমাকে সাদর অভ্যর্থনা জানাই।
তোমাকে ফিরে পাওয়া সত্যিই খুব আনন্দের। গীতার পরিবারকে খুঁজে বের করতে কোনো প্রয়াসই বাদ রাখা হবে না বলেও তাকে ভরসা দেন তিনি। গোটা দেশ তোমার খেয়াল রাখবে, এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রী।
২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�