বুধবার, ০৭ জুন, ২০১৭, ১১:১৮:২২

ব্রাহ্মণরাও গরু হত্যা করে মাংস খেতেন, দাবি বিজেপি নেতার

ব্রাহ্মণরাও গরু হত্যা করে মাংস খেতেন, দাবি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক: গো-হত্যা রুখতে উঠেপড়ে লেগেছে শাসকদল বিজেপি। দিকে দিকে নেতারা গো-মাতার প্রচারে ব্যস্ত।

এমনকী গোরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছেন এক বিদায়ী বিতর্কিত বিচারক। এই আবহেই বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা বমন আচার্য। তাঁর দাবি, ব্রাহ্মণরাও একসময় গো-হত্যা করতেন ও গো-মাংস খেতেন।

বিজেপির এই নেতা কর্নাটকের মুখপাত্রও বটে। সে রাজ্যের এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে এহেন মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশ যখনও কৃষিজীবী হয়ে ওঠেনি, তখন ব্রাহ্মণরাও গরুর-হত্যা করে মাংস খাওয়ার জন্য কেননা সেটাই ছিল রেওয়াজ। যে কেউই গো-মাংস খেতেন। কৃষিজীবী হওয়ার পর থেকেই এই প্রথায় ইতি পড়ে।

ইতিহাসের আলোতেই গো-হত্যা রোখার বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিলেন এই নেতা। কেন গো-হত্যা বন্ধ হওয়া উচিত, তা বোঝাতে গিয়েই কিন্তু পড়লেন বেকায়দায়। ব্রাহ্মণদের সঙ্গে গো-মাংসের সম্বন্ধ টানায় খুশি নন দলের বহু নেতাই। দল তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলেই জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুরেশ কুমার।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, আচার্যর মন্তব্য দলীয় মতাদর্শের পুরোপুরি বিরোধী। দলের সমালোচনার মুখে পড়েই শেষমেশ নিজের মন্তব্য থেকে সরে আসেন ওই নেতা। জানান, এ নিয়ে আরও জলঘোলা হোক তা তিনি চান না। এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে