মিসরে ভারী বর্ষণে ৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ভূমধ্যসাগরীয় আলেকজান্দ্রিয়া নগরীতে রোববার ভারী বর্ষণে বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এর ফলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন এবং বন্যার পানির চাপে নিজের গাড়ি থেকে বের হতে না পেরে এক জাহাজের ক্যাপ্টেনের প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রামওয়ের একটি তার ছিড়ে রাস্তার ওপর জমে থাকা পানিতে পড়ে তা বিদ্যুতায়িত হয়ে যায়। এরপর ওই পানির সংস্পর্শে এসে এক ব্যক্তি ও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া বৈদ্যুতিক তার ভর্তি একটি গর্তে পড়ে গিয়ে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র এক আরোকচিত্রী জানান, রোববার সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে খুব দ্রুতই বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে।
২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ