মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ১১:৩৮:০৮

সৌদি আরবে মসজিদে বোমা হামলা, নিহত ৩

সৌদি আরবে মসজিদে বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একটি মসজিদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার বলে বলেছে, দেশটির শিয়া সংখ্যালঘুরাই তাদের হামলার লক্ষ্য। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-আরাবিয়ার বরাতে ডন অনলাইন এই খবর জানিয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের শিয়া মুসলিম সম্প্রদায়ের আল-মাসহাদ মসজিদে সোমবার মাগরিবের নামাজের সময় এই হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হন। তবে বিস্তারিত আর কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। শহরটির অবস্থান ইয়েমেন সীমান্তের কাছে। চলতি বছর সুন্নি মুসলিম এই জঙ্গি গোষ্ঠীটি শিয়া সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে। সৌদি আরবে মসজিদে বোমা হামলার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরের অগাস্টের প্রথম দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহৃত মসজিদে আত্মঘাতী হামলা চালানো হলে ১৫ জন নিহত হন। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে