রবিবার, ১১ জুন, ২০১৭, ০২:৪৩:১৫

ইরাক যুদ্ধ থেকে আরব নেতাদেরকে শিক্ষা নিতে হবে: পাকিস্তান জামায়াত

ইরাক যুদ্ধ থেকে আরব নেতাদেরকে শিক্ষা নিতে হবে: পাকিস্তান জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান জামায়াতে ইসলামি আমির ও সিনেটর অধ্যাপক সিরাজুল হক বলেছেন, ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধ ও কুয়েত আগ্রাসনের পর আমেরিকা ইরাকে আগ্রাসন চালিয়েছে।

এসবই হয়েছে মার্কিন ষড়যন্ত্রে। কিন্তু আরব নেতারা এসব ঘটনা থেকে কোনো শিক্ষা নেন নি; তাদেরকে অবশ্যই ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, ইরাক-ইরান যুদ্ধ ও কুয়েত দখলের পর ইরাকে আগ্রাসন চালিয়ে আমেরিকা অন্তত দশ লাখ মানুষ হত্যা করেছে এবং দেশটির তেলক্ষেত্রগুলো দখল করে নিয়েছে।

কাতার ও সৌদি আরবের চলমান টানাপড়েনের কথা উল্লেখ করে পাকিস্তানের এ রাজনীতিক বলেন, এটা মুসলিম বিশ্বের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে এবং এ থেকে শুধু শত্রুরাই লাভবান হবে।

সিরাজুল হক বলেন, মুসলিম দেশগুলোর মধ্যকার এই উত্তেজনায় আমেরিকা খুশি, কারণ এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনছে।

তিনি আরো বলেন, মুসলিম বিশ্বকে বিভক্ত করা ও ঐক্য বিনষ্টের জন্য ইসলামের শত্রুরা এই খেলা খেলছে। এ প্রেক্ষাপটে আমেরিকার অস্ত্র বাণিজ্য ফুলেফেঁপে উঠছে।

পাকিস্তানের এ রাজনীতিক দুঃখ প্রকাশ করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বর্তমান ও অতীত যুদ্ধ থেকে কোনো শিক্ষা নেয় নি। ফলে আমেরিকা আবারো অস্ত্র বিক্রি ও সম্পদ দখলের জন্য এ অঞ্চলে যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে।-পার্স টুডে
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে