রবিবার, ১১ জুন, ২০১৭, ০৬:৩২:১২

লিবীয় উপকূলে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১০০

লিবীয় উপকূলে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১০০

আন্তর্জাতিক ডেস্ক: লিবীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০ অভিবাসীর মৃত্যু ও আরো প্রায়  ১শত  লোক নিখোঁজ হয়েছে। নৌকায় করে এসব অভিবাসী ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। শনিবার কোস্টগার্ড কর্মকর্তা ও সাহায্যকারী সংস্থাগুলো একথা জানিয়েছে।

গারাবুলি কোস্টগার্ডের প্রধান কর্নেল ফাতি আল-রায়ানি বলেন, নৌকায় আটটি লাশ পাওয়া গেছে। এটা ১২০ যাত্রী বহন করতে পারে। ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুলি অবস্থিত। এই ঘটনায় অন্তত ১শত অভিবাসী নিখোঁজ হয়েছে বলে তার ধারণা। খবর এএফপি’র।

এদিকে ইতালির কোস্টগার্ডের সদস্যরা জানান, তারা লিবীয় উপকূলে নিখোঁজ ১ হাজার ৬৫০ অভিবাসীকে উদ্ধারের বিষয়টি সমন্বয় করছে। সহায়তা সংস্থাগুলোও উদ্ধার অভিযানে রয়েছে। ডিঙ্গি নৌকাটি থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের আশায় অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।-বাসস।
১১ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে