রবিবার, ১১ জুন, ২০১৭, ০৯:২৫:০৩

একাধিক ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানের ভয়াবহ হামলা

একাধিক ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে আবারো উতপ্ত হয়ে হয়ে উঠেছে পাক-ভারত সীমান্ত। এবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা করেছে পাকিস্তান। ভারতীয় সরকারী সংবাদ সংস্থা এনআইএ এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।

রোববার সকালে জম্মু-কাশ্মীরের বিমবার গালি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শুরু হয় পাকিস্তানের শেলিং। পাক সেনার হামলা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এসময় দুই পক্ষ্যে মধ্য মর্টার ও গুলি বিনিময়ে প্রকল্পিত হয় সীমান্ত।

শুধু বিমবার সেক্টরই নয়, জম্মু-কাশ্মীরের সাম্বার রামগড় সেক্টরে বিএসএফকে লক্ষ্য করে হেভি শেলিং করে পাকিস্তান রেঞ্জার্স। এক্ষেত্রেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে। সকাল থেকে নতুন করে দুপক্ষের গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত পরিস্থিতি।

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় এই নিয়ে দুবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান সেনাবাহিনী। তবে এই হামলায় পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে