সোমবার, ১২ জুন, ২০১৭, ০১:০১:৫৮

পাকিস্তানিরা কেউ প্রকৃত মুসলমান নন : সৌদি প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানিরা কেউ প্রকৃত মুসলমান নন : সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে মুসলিম দেশ হিসেবে পরিচিতি পেলেও দেশটিতে কোনো ব্যক্তিই প্রকৃত মুসলমান নন বলে দাবি করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ বিন সালমান।

রবিবার এক অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী সালমন এসব কথা বলেন।তিনি বলেন, ‘সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র। পাকিস্তানে নিজেদের মুসলমান দেশ বলে দাবি করে। একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই।

সৌদি আরবের এমন কথায় আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। তবে এখানেই থেমে থাকেননি সৌদির এই মন্ত্রী৷ তিনি আরো দাবি করে বলেন, ‘পাকিস্তান হল একটা ক্রীতদাসের দেশ। ভারতের মতো দেশের হিন্দুদের ধর্মান্তর করে যারা মুসলমান হয়েছে তারাই পাকিস্তানে থাকে। এদের আসলে ‘হিন্দু-মুসলমান’ বলা হয়।’
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে