সোমবার, ১২ জুন, ২০১৭, ০১:৫৯:৩৭

ওমানের দিকে এগিয়ে যাচ্ছে ইরানি যুদ্ধজাহাজ

ওমানের দিকে এগিয়ে যাচ্ছে ইরানি যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জঙ্গি হানায় রক্তাক্ত ইরান কি পাল্টা কোনো অভিযান শুরু করছে? কারণ ওমানের দিকে এগিয়ে যাচ্ছে দুটি ইরানি যুদ্ধজাহাজ। এর জেরেই চাঞ্চল্য আরব দুনিয়াসহ আন্তর্জাতিক মহলে।

ইরানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, আরব সাগর ও আমান উপসাগরের বুকে নৌবাহিনীকে বিশেষ অভিযানে সংকেত দেওয়া হয়েছে। রবিবারই প্রায় অবরুদ্ধ কাতারে খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান সরকার।

সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে মার্কিন চাপে সৌদি আরব-সহ অন্যান্য আরব দেশগুলি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেই কাতারে খাদ্য পাঠিয়ে বিশেষ কূটনৈতিক বার্তা দিয়েছে ইরান।

পরবর্তী পদক্ষেপ হিসেবে আরবের প্রতিবেশী ওমানের দিকে যুদ্ধজাহাজ পাঠাল তেহরান। ইরানের নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি একটি বিশেষ অভিযান চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে।  আন্তর্জাতিক আইন মেনেই সেই জাহাজ দুটি গভীর সাগরে অবস্থান করবে। পরবর্তী সময়ে ভারত মহাসাগর ও এডেন উপসাগরেও অভিযান চালাবে দুটি যুদ্ধজাহাজ।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে