মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭, ০৯:৪৭:৫৬

ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকারে ইউক্রেনে উল্লাস

ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকারে ইউক্রেনে উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক: তানিয়া আলম তন্বী: ইউক্রেনের জন্য ইউরোপের প্রবেশদ্বার এখন উন্মুক্ত। ভিসামুক্ত করে দেওয়া হয়েছে ইউরোপের প্রবেশদ্বার। আর এই ভিসামুক্ত প্রবেশাধিকারে পুরো ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ উল্লাস। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ইউরোপে একটি প্রতিকী ভিসামুক্ত প্রবেশদ্বারও খুলে দেন। তিনি উজগোরদ সীমান্তের চেকপয়েন্টে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট আন্দ্রেজ কিসকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউক্রেনের অধিবাসীদের মধ্যে যারা ইউরোপে কাজ করতে যায় তাদের একটি ওয়ার্কিং ভিসার প্রয়োজন হয়। তবে বর্তমানে তেমন কিছুর প্রয়োজন নেই। তবে বলা হচ্ছে, এর ফলে ইউক্রেন থেকে অবৈধ শ্রমিকরা ইউরোপে অভিবাসিত হবে। ফলে এই চুক্তিটি বাতিল হয়ে যেতে পারে।

ভিসামুক্ত ইউক্রেনীয়দের সুইজারল্যান্ড, আইসল্যান্ডে প্রবেশাধিকারে সহায়তা করবে একটি বায়োমেট্রেক পাসপোর্ট। তবে ৯০ দিনের ভিসা ছাড়া শুধুমাত্র বায়োমেট্রিক পাসপোর্টের মাধ্যমে যুক্তরাজ্য, আয়ারল্যান্ডে প্রবেশ করা যাবে না।

সীমান্তে তাদের বৈঠকের সময় ভিসামুক্ত প্রবেশদ্বার ঘোষণার জন্য প্রেসিডেন্ট কিসকাকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট পোরোশেঙ্কো। তিনি বলেন যে, ‘ইউক্রেনীয়রা ইউরোপীয় পরিবারে ফিরে আসছে।’

তিনি আরো বলেন, ‘সত্যি এটি একটি ঐতিহাসিক মূহুর্ত যখন আমরা ইউরোপ ও ইউক্রেনের মধ্য থেকে কালো কাগজের পর্দাটি সরিয়ে ফেলি। অবশেষে আমরা আমাদের যৌথ প্রচেষ্টার দ্বারা দুইটি দেশকে একত্র করেছি।’-বিবিসি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে