বুধবার, ১৪ জুন, ২০১৭, ০৭:১৮:১৭

'মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেলেও অবাক হব না'

'মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেলেও অবাক হব না'

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাজ্যের লন্ডনে ২৪ তলা বিশিষ্ট একটি বিশাল এপার্টমেন্ট ব্লকে আগুন লেগেছে। লন্ডন সময় ভোর ৫ টার দিকে এই আগুন লাগে। আগুন সতর্কীকরণ এলার্ম কাজে আসেনি কেননা তখন লন্ডনের সবাই ঘুমন্ত ছিল।

আগুনের সূত্রপাত প্রথমে নিজ তলা থেকে শুরু হয়। যেখানে ফায়ার এক্সিট সেখানেই আগুন লাগে। জীবন বাঁচানোর জন্য দু’জন লোক আগুন লাগার সময় উপর থেকে লাফ দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আগুন লাগার কিছু সময়ের মধ্যে নারকীয়ভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর আগুন নিভানোর সময় কিছু দাহ্য পদার্থ দেখতে পান। যা আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণ হিসেবে তারা মনে করছেন।

একজন প্রকৌশলী প্রত্যক্ষদর্শী বলেন, মৃতের সংখ্যা দু’শ ছাড়িয়ে গেলেও আমি অবাক হব না।

এদিকে লন্ডন এম্বুলেন্স সার্ভিসের একটি টুইট বার্তা থেকে জানা যায় কমক্ষে ৩০জনকে লন্ডনের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি ২০টি এম্বুলেন্স উপস্থিত রয়েছে।

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ও প্রায় ২০০ দমকলকর্মী। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে ল্যানচেস্টারে লাটিমার রোডের 'গ্রেনফেল টাওয়ার' নামের ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা বলছে-তারা ছাদের ওপর থেকে আলো নাড়ানো দেখেছে। তাদের ধারণা ভবনের লোকজন ছাদের ওপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে। আর্তনাদও তারা শুনতে পেয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছাতে আর বেশি দেরি নেই।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে