বুধবার, ১৪ জুন, ২০১৭, ১০:৪৫:০৮

‘২০২৩ সালের মধ্যে হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ভারত’

‘২০২৩ সালের মধ্যে হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের মধ্যে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে ভারতকে। ভারতের গোয়ায় হিন্দু জনজাগ্রতি সমিতির ৪ দিনের জাতীয় সম্মেলনের এটাই এজেন্ডা। বিশ্বের দরবারে ভারতের জায়গা আরও উঁচু করতে এটাই নাকি একমাত্র পথ, বলে মত সম্মেলনের আয়োজকদের।

শুধু ভারতের বিভিন্ন প্রান্তই নয়, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকেও বহু সদস্য এসেছেন সম্মেলনে যোগ দিতে। প্রায় ৪০০ সদস্য এতে যোগ দিয়েছেন। গো-মাংস খাওয়া নিষিদ্ধ করার দাবির স্বপক্ষে আলোচনা হবে এখানে। গোয়ার শিল্পতালুক হিসেবে পরিচিত পোন্ডা শহরে চলা সম্মেলনে হিন্দু ধর্মের বিভিন্ন দিক নিয়েও আলোচনা চলবে।

সম্প্রতি গো-মাংস বিক্রেতারা গোয়ায় একটি সংগঠন তৈরি করেছে। যার নাম গোয়া ফর বিফ, বিফ ফর গোয়া। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোমান ক্যাথলিক চার্চ ও বেশ কিছু স্থানীয় মুসলিম গোষ্ঠী।

এরই মধ্যে গবাদি পশু নির্দেশিকার উপর স্থগিতাদেশ চেয়ে বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চের দ্বারস্থ হয়েছে কুরেশি মিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন। গত মে মাসের ২৬ তারিখ এই নির্দেশিকা জারি করা হয়েছিল। টানাপোড়েন ক্রমশ দানা বাঁধলেও, গোয়ার মনোহর পারিকর সরকার এখনও এই বিষয়ে মুখ খোলেনি। তবে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত গোয়ার ব্যবসা ও পর্যটনে যে বেশ প্রভাব ফেলেছে।

এই সব ঘটনার বিরোধিতা করেই সম্মেলন সফল করার জন্য জোরদার প্রস্তুতি নিয়েছে হিন্দু সংগঠনটি। পাশাপাশি, সম্মেলন থেকে ভারতজুড়ে গো-মাংস বিক্রি বন্ধ ও গরু সংরক্ষণকেন্দ্র তৈরির দাবিও জানানো হবে বলে জানা গিয়েছে। ভারত জুড়ে হিন্দুদের ওপর চলা অত্যাচার রুখতে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন সম্মেলনের আয়োজকরা।

আদর্শ হিন্দু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন বলে এদিন জানিয়েছেন তারা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে সরকারকে আরও কড়া হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধীর আদর্শে অণুপ্রাণিত হয়েই তাদের এই দাবি বলে মত জনজাগ্রতি সমিতির সদস্যদের।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে