শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ১১:৪০:৪৪

যুদ্ধ শুরু, সাতটি যুদ্ধজাহাজ ও হাজার মেরিন সেনা নামাল দক্ষিণ কোরিয়া

যুদ্ধ শুরু, সাতটি যুদ্ধজাহাজ ও হাজার মেরিন সেনা নামাল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরু! সাতটি যুদ্ধজাহাজ ও হাজার মেরিন সেনা নামাল দক্ষিণ কোরিয়া।বিতর্কিত দ্বীপপুঞ্জে বিশাল সামরিক মহড়া শুরু সিওলের। আর এই মহড়া ঘিরেই ক্রমশ তৈরি হচ্ছে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করেই কি বেঁধে যেতে পারে মহাযুদ্ধ?

একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অত্যাধুনিক মিসাইল পরীক্ষা। আর তা রুখতে ইতিমধ্যে সর্বাধুনিক মার্কিন মিসাইল বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে আমেরিকা।

আর সেই ছবি তুলতে বারবার সীমান্ত পেরিয়ে মিসাইল ব্যবস্থার ছবি তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তা রুখতে দক্ষিণ কোরিয়া বিতর্কিত দোকাদো দ্বীপপুঞ্জে সামরিক মহড়া শুরু করেছে সিওল। জাপানে তাকেশিমা নামে পরিচিত এই দ্বীপপুঞ্জ।

বিশাল এই সামরিক মহড়া দুই দিন ধরে চলবে। এবং এতে দ্বীপপুঞ্জকে বহির্শক্তির সম্ভাব্য হামলা থেকে রক্ষার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। মহড়ায় সাত যুদ্ধজাহাজ এবং চার বিমান অংশ নিয়েছে।

এ ছাড়া, মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মেরিন বাহিনী দ্বীপপুঞ্জে অবতরণের অনুশীলন চালাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রতি দু’বছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হয় এবং জাপান কঠোর প্রতিবাদ জানায়।

দোকাদো বা তাকেশিমা দ্বীপপুঞ্জ লিনওকোর্ট রকস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। ১৯৫৪ সাল থেকে এ দ্বীপপুঞ্জ শাসন করছে দক্ষিণ কোরিয়া এবং এর ওপর সিউলের সার্বভৌমত্বের প্রতিবাদ জানিয়ে আসছে জাপান।-কলকাতা
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে