আন্তর্জাতিক ডেস্ক: একই সঙ্গে পৃথিবীর আলো দেখেছিল ওরা। দুজনেরই সেই আলো নিভে গেল একই সময়ে। ভারতের গুরগাওয়ের জামালপুরে বদ্ধ গাড়ির মধ্যে আটকা পড়ে গত বুধবার পাঁচ বছরের যমজ দুই বোন হারসা ও হারিসিতা মারা যায়।
এনডিটিভির খবরে জানানো হয়, ভারতের মিরাটে বাবা-মায়ের সাথে থাকতো হারসা ও হারিসীতা। তাদের বাবা একজন সেনা কর্মকর্তা। গ্রীষ্মের ছুটিতে জামালপুরে দাদার বাড়িতে ওরা সপরিবারে বেড়াতে যায়।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, দাদার পুরোনো মডেলের হুন্দাই গাড়িতে খেলছিল দুই বোন। গাড়িটির দরজার লক নষ্ট ছিল, প্রায় সময়ই জানালাও আটকে যেত। তবে গাড়িটি দুই বোনের প্রিয় খেলার জায়গা ছিল।
গতকাল বিকেল বাড়ির লোকেরা যখন শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না তখন প্রথমেই তারা গাড়ির কাছে ছুটে যান। তারা শিশু দুটিকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তৎক্ষণাৎ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাড়িটির লক দেখে বোঝা যায় শিশু দুটি গাড়ি থেকে বের হওয়ার জন্য লকটি খোলার চেষ্টা করেছিল। একসাথে জন্ম হয় দুই বোনের, পাঁচ বছর পর একসাথেই মৃত্যু হয়েছে।
এমটিনিউজ২৪/এম,জে