তুমি ভারত-পাকিস্তান ঐক্যের প্রতীক : রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে দেশে ফেরার পরদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সেই গীতা। তাকে আশীর্বাদ করে রাষ্ট্রপতি বলেছেন, তুমি আমাদের দুটি দেশেরই কন্যা। ভারত-পাকিস্তান ঐক্যের প্রতীক। তোমার প্রার্থনায় সাড়া দিয়েছেন ঈশ্বর।
রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দশকেরও বেশি পাকিস্তানে কাটিয়ে দেশে ফেরা মূক-বধির গীতা মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আসেন। রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাতের সময় সেখানে ছিলেন পাকিস্তানে যারা গীতাকে স্নেহ-ভারোবাসা দিয়ে আগলে রেখেছিলেন, সেই এধি ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
তাদের সেবামূলক কাজকর্মের প্রশংসা করেন রাষ্ট্রপতি, ধন্যবাদ দেন বিলকিস বানো এধিকেও।
গীতা এদিন সকালে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গেও। কেজরীবালের বাসভবনে গীতা ছিলেন প্রায় ২০ মিনিট।
দুজনের কথা হয় একজন সাংকেতিক ভাষা-বিশেষজ্ঞের মাধ্যমে। ভারতে ফেরার পর নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন গীতা। তাকে এ ব্যাপারে যাবতীয় সহায়তার আশ্বাস দেন কেজরীবাল।
এর আগে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন গীতা।
প্রধানমন্ত্রীও তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�