আন্তর্জাতিক ডেস্ক : টেমসের তীরে তখন গভীর রাত৷ ঘুমিয়ে পড়েছে গোটা লন্ডন৷ কিন্তু রমজান মাস চলায় জেগেছিলেন ল্যাঙ্কাস্টার এলাকার মুসলিমরা৷ গ্রেনফিল টাওয়ার নামে একটি বহুতলের আগুন লাগার পর, তারাই প্রথম বহুতলের বাসিন্দাদের সতর্ক করেন৷ হাত লাগান উদ্ধার কাজে৷
স্থানীয় সময়ে মঙ্গলবার মধ্যরাতে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার এলাকায় গ্রেনফেল টাওয়ার নামে ওই বহুতলে আগুন লেগে যায়৷ জানা গিয়েছে, প্রথমে বহুতলটির তিনতলায় আগুন লাগে৷ ক্রমে আগুন ছড়িয়ে পড়ে৷ দাউদাউ করে জ্বলতে থাকে ২৪ তলা আবাসনটি৷ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন অনেকেই৷ বহুতলে আটকে পড়েন বহু মানুষ৷
ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪০টি ইঞ্জিন৷ প্রায় ২০০ জন দমকলকর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ উদ্ধার করা হয় বহুতলে আটকে পড়া মানুষদের৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের৷ আহত হয়েছেন ৭৪ জন৷ কিন্তু, বহুতলটিতে যে আগুন লেগেছে, তা প্রথম টের পান এলাকার মুসলিমরাই৷ তারাই প্রথম চিৎকার করে বহুতলের বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে বলেন৷
লন্ডনের যে এলাকার গ্রেনফেল টাওয়ার নামে এই বহুতলটি অবস্থিত, সেখানে বহু মুসলিম পরিবারের বাস৷ রমজান মাসের রোজা শুরু করার আগে শেষরাতে খাওয়া-দাওয়া করছিলেন তারা৷ স্থানীয় এক মহিলা জানিয়েছেন, এলাকার মুসলিম যুবকরা যদি সময়মতো মসজিদ থেকে বেরিয়ে এসে আমাদের সাহায্য না করত, তাহলে আরও অনেক বেশি মানুষের মৃত্যু হত৷ তিনি জানান, মুসলিম যুবকরাই দরজায় ধাক্কা মেরে, চিৎকার করে আবাসনের বাসিন্দাদের সতর্ক করেন৷
লন্ডনের ওই বহুতলটিতে ফায়ার অ্যালার্মের ব্যবস্থা ছিল৷ যদিও অনেক বাসিন্দারাই জানিয়েছেন, ফায়ার অ্যালার্মের আওয়াজ তারা শুনতে পাননি৷ এলাকার মুসলিম যুবকদের চিৎকারেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন তারা৷ প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে পশ্চিম লন্ডনের সবকটি মসজিদ, গুরুদ্বার ও চার্চ কর্তৃপক্ষ৷
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস