শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ০৭:০৯:৪৮

জাতিসংঘে ১৮৩ ভোট পড়েছে ভারতের পক্ষে, পাকিস্তান পেয়েছে..

জাতিসংঘে ১৮৩ ভোট পড়েছে ভারতের পক্ষে, পাকিস্তান পেয়েছে..

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ সংক্রান্ত জাতিসংঘের সংগঠনে ফের নির্বাচিত হল ভারত। আগামী তিন বছর সদস্য পদে থাকবে ভারত। মোট ১৮টি দেশ নির্বাচনে জয়ী হয়ে জাতিসংঘের ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এ প্রবেশাধিকার পেয়েছে।

বৃহস্পতিবার ১৮টি আসনের জন্যে নির্বাচন হয়। সব থেকে বেশি সংখ্যক ভোট পেয়েছে জাপান। তারপরেই নাম রয়েছে ভারতের। মোট ১৮৩টি ভোট পেয়েছে ভারত। এ বছরেই সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ভারতের।

ভারতের পাশাপাশি এ বছর সদস্য পদের মেয়াদ শেষ হওয়ার কথা পাকিস্তানেরও। সেই সূত্রে, নির্বাচনে পাকিস্তানও ছিল। কিন্তু মাত্র ১টি ভোট পাওয়ায় জাতিসংঘের ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এ আর সদস্যপদ থাকল না পাকিস্তানের।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন ট্যুইট করে ভারতের জয়ের কথা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের সদস্য দেশগুলিকে।

অন্যদিকে বুধবারই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি-এর বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নীরু চাড্ডা। ১২০টি ভোট পেয়ে তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ট্রাইব্যুনালের বিচারপতি নিযুক্ত হলেন।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে