শনিবার, ১৭ জুন, ২০১৭, ০১:১২:০৪

বিশ্ব সন্ত্রাসবাদীর তালিকায় উঠে এলো ভারতীয় এক যুবক

বিশ্ব সন্ত্রাসবাদীর তালিকায় উঠে এলো ভারতীয় এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সন্ত্রাসবাদীদের তালিকায় উঠে এলো ভারতে আইএস জঙ্গি সংগঠনের প্রধান মোহাম্মদ শফি আরমারের নাম। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি দফতর যখন 'স্পেশ্যালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট'-এর তালিকা তৈরি করছিল, সেই তালিকাতেই নাম উঠে আসে ভারতের কর্নাটকের যুবক, ৩০ বছর বয়সী আরমারের।

ওই তালিকায় তাকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়। শাফি ছাড়াও আরও তিন আইএস জঙ্গির নাম প্রকাশ করে মার্কিন ট্রেজারি দফতর। এরা হল বাহরাইনের মোহাম্মদ ইসা আল-বিনালি, ইরাকের উমর আল-কুবায়সি এবং বেলজিয়ামের উসামা আহমেদ আতার।

অনেক দিন ধরেই ভারত থেকে তরুণ-তরুণীদের আইএস মন্ত্রে দীক্ষিত করে তাদের ওই জঙ্গি সংগঠনে নিয়োগ করার অভিযোগ উঠছিল কর্নাটকের ভাটকলের বাসিন্দা শফির বিরুদ্ধে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে চার্জও গঠন করে। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, এই শাফিই ভারত থেকে তরুণ-তরুণীদের আইএস আদর্শে অনুপ্রাণিত করে তাঁদের জঙ্গি সংগঠনে নিয়োগ করছে।

বিভিন্ন জায়গায় হামলা চালানো, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে শফির বিরুদ্ধে। দিল্লি ও হরিদ্বারে জঙ্গি হামলা চালানোর চক্রান্তের জন্য এনআইএ শফির বিরুদ্ধে একটি চার্জশিটও দায়ের করে। এ বার বিশ্ব সন্ত্রাসের তালিকায় উঠে এল শফির নাম।

কর্নাটকের ভাটকলের একটি ছোট পরিবারের ছেলে শফি। তারা দুই ভাই। তার বড় ভাই সুলতান আব্দুল কাদির আরমার ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৮-এ যখন এ দেশে আইএম সদস্যদের ধরপাকড় শুরু হয় সে সময় বড় ভাইয়ের সঙ্গেই পাকিস্তানে আশ্রয় নেয় তারা।

পাকিস্তানের ইন্ডিয়ান মুজাহিদিন-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভাটকল ভাইদের গণ্ডগোল হওয়ার পর দুই ভাই মিলে একটি নতুন জঙ্গি দল গঠন করে। নাম দেয় আনসার আল-তাউহিদ। পরে তারা সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মেলায়। জানা যায়, ভারত সাড়াও বাংলাদেশ ও শ্রীলংকার তরুণদের আইএসের জন্য রিক্রুট করাই তার কাজ।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে