শনিবার, ১৭ জুন, ২০১৭, ১০:১৮:২২

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার পর কাতারকে বন্ধু বললো সৌদি আরব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার পর কাতারকে বন্ধু বললো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা ও টানাপোড়নের পর অবশেষে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আস-জুবাইর কাতারকে ‘মিত্র’ হিসেবে মন্তব্য করেছেন।

এতে দোহাকে নিয়ে রিয়াদের সুর পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে বলে মনে করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে যখন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে তখন এ মন্তব্য করলেন জুবাইর।

কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২শ’ কোটি ডলারের এফ-১৫ বিমান কেনার ঘোষণা আসার পরেই সৌদি আরব কাতারের প্রতি সুর নরম করেছে।  

শুক্রবার লন্ডনে সাংবাদিকদের জুবাইর বলেন, কাতারের জনগণের কোনো ক্ষতি করার ইচ্ছে সৌদি আরবের নেই। কাতার ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ‘মিত্র’ বলেও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, কাতারের বিরুদ্ধে অভিযোগের তালিকা তৈরি করছে রিয়াদ, মানামা, কায়রো এবং আবুধাবি। কাতারকে এ অভিযোগের জবাব দিতে হবে এবং সুরাহা করতে হবে বলেও জানান তিনি। তালিকা তৈরির কাজ দ্রুতই হবে বলে জানান তিনি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে