রবিবার, ১৮ জুন, ২০১৭, ১০:৩১:৩৩

বিয়ের মেনুতে গরুর মাংস নেই কেন? বিয়ে বন্ধ করলেন পাত্র

বিয়ের মেনুতে গরুর মাংস নেই কেন?  বিয়ে বন্ধ করলেন পাত্র

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের ভোজের মেনুতে গোমাংস ছিল না। উত্তরপ্রদেশের রামপুরে স্রেফ এই কারণে বাতিল হয়ে গেল বিয়ে। ভোট পুলিশ স্টেশনের দরিয়াগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটেছে।

পাত্রপক্ষের শর্ত ছিল, অতিথিদের গোমাংস খাওয়াতেই হবে নয়তো বন্ধ করে দেওয়া হবে বিয়ে। গোমাংস নিয়ে কোনও আলোচনাতেই রাজি ছিল না তারা। পাশাপাশি পণ হিসেবে গাড়ি চেয়েছিল পাত্রীপক্ষের কাছ থেকে।

পাত্রীর বাবা মা বলেন, সরকার গোমাংস বাতিল করে দিয়েছে। অতএব ভোটে গোমাংস থাকা সম্ভব নয়।  বিয়ের মেনুতে গরুর মাংস নেই কেন? তাএরপরেই বিয়ে বাতিল করে দেন খোদ পাত্র।-এবিপি
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে