রবিবার, ১৮ জুন, ২০১৭, ১২:১৫:৪৮

পর্তুগালে ভয়াবহ দাবানলে নিহত ২৪

পর্তুগালে ভয়াবহ দাবানলে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে দাবানলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স ও বিবিসি।২৪ জনের মৃত্যু ছাড়াও দাবানলে আরো ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।

ভয়াবহ দাবানলে নিহতদের অধিকাংশই গাড়িতে যাতায়াত করছিল। শনিবার রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দি এলাকার রাস্তা দিয়ে গাড়িযোগে যাওয়ার সময় দাবানলের কবলে পড়ে। হতাহতরা দাবানলের মুখে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানিয়েছে পর্তুগাল সরকার।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী কস্তা বলেছেন,‘ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ’
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে