বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০২:৪০:০২

চীনকে রুখতে তিব্বত সীমান্তে এবার ভারতীয় মেয়েরাও

চীনকে রুখতে তিব্বত সীমান্তে এবার ভারতীয় মেয়েরাও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমানসেনার পর এবার নারীশক্তি রক্ষা করবে ভারতীয় সীমান্তও। হ্যাঁ, খুব শিগগিরই ভারত-তিব্বত সীমান্তের আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকবেন মহিলারা। এক তৃতীয়াংশ মহিলা অফিসার নিয়োগের কথা ঘোষণা করলো ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)। অর্থাত্‍‌, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেবেন মেয়েরা। মঙ্গলবার দিল্লিতে ITBP-র প্রধান কৃষ্ণ চৌধুরী জানিয়েছেন, সীমান্ত বাহিনীতে এক তৃতীয়াংশ মহিলা অফিসার নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। চিন ও সিকিমের অপ্রতিকূল আবহাওয়ায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষা করবেন মহিলারা। ইতোমধ্যেই ৫০০ জন মহিলা অফিসার নিয়োগ করেছে ITBP। ওই মহিলা অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সীমান্ত এলাকাগুলির মধ্যে ভারত-তিব্বত সীমান্তে অন্যতম অপ্রতিকূল আবহাওয়া। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে