সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৮:৩১:০৪

ইতিহাসে নজিরবিহীন! একজন কৃষকের সন্তানকে রাষ্ট্রপতি হিসাবে চান মোদী

ইতিহাসে নজিরবিহীন! একজন কৃষকের সন্তানকে রাষ্ট্রপতি হিসাবে চান মোদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা! একজন কৃষকের সন্তানকে রাষ্ট্রপতি হিসাবে পেতে চাচ্ছেন মোদী। তাই তো পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এনডিএ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ বিজেপি সভাপতি অমিত শাহ জানান সেই প্রার্থীর নাম রামনাথ কোবিন্দ ৷ বর্তমানে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন ৷ পেশায় আইনজীবি রামনাথ কোবিন্দ আগে বেশ কিছুদিন রাজ্যসভার সাংসদ ছিলেন৷

১৯৪৫ সালের ১অক্টোবর কানপুরে তার জন্ম৷ তারপর কানপুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন৷ এরপর ১৯৭১ সালে দিল্লি হাইকোর্টে বার কাউন্সিলে আইনজীবী রূপে নাম নথিভক্ত করেন ৷

রাম নাথ কোবিন্দ ১৯৭৭থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবে কাজ করেছেন৷ তবে ১৯৭৮ সালেই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে তিনি নাম লেখান৷ পরে সেখানে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে কাজ করেছেন ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ৷

তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হন৷ সেখানে তিনি ২০০৬ সাল পর্যন্ত সাংসদ রূপে দুটি পর্যায়ে মোট ১২ বছর ছিলেন৷ এরফলে তিনি বেশ কয়েকটি সংসদীয় কমিটির সদস্য হয়েছিলেন৷

সেগুলির মধ্যে রয়েছে তপশিলী জাতি ও উপজাতি কল্যাণ, স্বরাষ্ট্র, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস,সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ ,আইন ও ন্যায়বিচার৷ তাছাড়া রাজ্যসভার হাউস কমিটিরও চেয়ারম্যান ছিলেন৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে