বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৯:৪২:২৫

সেই হাফিজ সাঈদ কঠোর নিরাপত্তা প্রহরায়

সেই হাফিজ সাঈদ কঠোর নিরাপত্তা প্রহরায়

ঢাকা : পাকিস্তানে জামায়াতুদ দাওয়া প্রধান হাফিজ সাঈদকে একটি ‘বিদেশী গোয়েন্দা সংস্থা’ হত্যা করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন এক সতর্ক বার্তার পর তার নিরাপত্তা বাড়িয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। মুম্বই হামলার মূল হোতা সে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, পাঞ্জাব সরকারের এক কর্মকর্তা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনা অনুযায়ী আমরা হাফিজ সাঈদের নিরাপত্তা বাড়িয়েছি আমরা। তার নিরাপত্তা দিতে জওহার শহরে তার বাসভবনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। জামায়াতুদ দাওয়া সদর দপ্তর অবস্থিত লাহোরের চাওবুরজিতে। সেখানেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আতহার ইসমাইল বলেছেন, সাঈদের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে সচেতন করা হয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে। বিদেশী একটি গোয়েন্দা সংস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ সেদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের টার্গেট করেছে। তার মধ্যে রয়েছেন হাফিজ সাঈদ। বলা হয়েছে, এদেরকে টার্গেট করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে হাফিজ সাঈদের মাথার মূল্য এক কোটি ডলার নির্ধারণ করেছে। একই সঙ্গে তারা জামায়াতুদ দাওয়াকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে। ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে