আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্য স্থানে সেলফি তোলা বন্ধ করা নিয়ে উদ্যোগ নিল ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। যদি আপনি আজ, কাল কিংবা পরশু উত্তর প্রদেশে যান এবং কাউকে দেখে উত্সাহিত হয়ে সেলফি তুলতে যান, তাহলে পুলিশের শাস্তির মুখে পড়তে পারেন।
যারা প্রকাশ্য স্থানে সেলফি তোলেন তারা নিজেদের এবং অন্যদেরও জীবনকে সংশয়ে ফেলে দেন। শুধু উত্তরপ্রদেশেই গত একবছরে ট্রেনের দরজা থেকে কিংবা স্টেশনের ধার থেকে ছবি তুলতে গিয়ে অনেকেই মারা গেছেন। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃতদের মধ্যে সেলফি তুলতে গিয়েই মারা গেছেন বেশি।
উত্তরপ্রদেশ পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। যেখানে প্রকাশ্য স্থানে সেলফি তুলতে যাওয়া অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকাশ্য স্থানবলতে রেল স্টেশন, রেল লাইন, জাতীয় ও রাজ্য সড়ক কিংবা বহুতলের কথা বলা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের নির্দেশিকায়। গেলেই কড়া ব্যবস্থা নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস