আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের জন পরিষেবা ফোরামে বক্তব্য রাখতে মঙ্গলবারই নেদারল্যান্ডস পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী। সেখানে পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ প্রকল্প নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
মুখ্যমন্ত্রী বিদেশে সফরকালেও তাকে নিয়ে সমালোচনা থামছে না। এবার ট্যুইটারে একটি ভোট জরিপের বেরিয়ে এলো অকল্পনীয় একটি তথ্য। তা সত্যি মমতা ব্যানার্জীর জন্য লজ্জার। জরিপ বলছে, ভারতের সব থেকে সাম্প্রদায়িক রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সম্প্রতি ট্যুইটারে পোলটি ক্রিয়েট করেছিলেন ভারতের বিশিষ্ট সাংবাদিক ও লেখক মিনহাজ মার্চেন্ট। পোলে জানতে চেয়েছিলেন, ভারতের সব থেকে সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব কে? জবাবে ছিল ৪টি অপশন।
নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জী ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন তিনি। আর তাতে ৭৪ শতাংশ মানুষই মমতাকে সব থেকে সাম্প্রদায়িক রাজনীতিবিদ বলে উল্লেখ করেছেন। এই পোলে এখনো পর্যন্ত ১৩,০০০-এর বেশি মানুষ মত প্রকাশ করেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি পেয়েছেন ১৮ শতাংশ ভোট। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী যথাক্রমে ৩ শতাংশ ও ৫ শতাংশ ভোট।
পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই মমতা ব্যানার্জীর বিরুদ্ধে নির্লজ্জ মুসলিম তোষণের অভিযোগ করে আসছে একটি মহল। মোয়াজ্জেম ভাতা বাড়ানো থেকে সাম্প্রতিক তারাপীঠ উন্নয়ন কমিটির প্রধান হিসাবে ফিরহাদ হাকিমের নিয়োগ। মুখ্যমন্ত্রী মুসলিমদের প্রতি একটু বেশিই সদয় বলে মনে করছেন ভারতের একাংশের মানুষ। তারা যে নিতান্ত নগণ্য নয়। প্রতিফলিত হল এই ভোটে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস