বুধবার, ২১ জুন, ২০১৭, ০১:৪৫:২০

মুসলমানদের বিরোধিতা করে যে বিতর্কে জড়ান ভারতের হবু রাষ্ট্রপতি!

মুসলমানদের বিরোধিতা করে যে বিতর্কে জড়ান ভারতের হবু রাষ্ট্রপতি!

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে এক সময়ের দলিত নেতা তথা বর্তমান বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে মনোনীত করেছে বিজেপি তথা এনডিএ জোট। তাকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

২০০৯ সালে ভারতের রঙ্গনাথ মিশ্র কমিশন সরকারি কাজে মুসলমানদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ সংরক্ষণের সুপারিশ করে। একইসঙ্গে সব জায়গার দলিতদের তপশিলি জাতি তকমা দেওয়ার কথাও বলা হয়।

সেই রিপোর্ট সামনে আসার পরে ২০১০ সালে রামনাথ কোবিন্দ রঙ্গনাথ মিশ্র কমিশনকে তোপ দেগে তা তুলে দেওয়ার কথা বলেন। ভারতে ইসলাম ধর্মের জায়গা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

২০১০ সালের মার্চ মাসে কোবিন্দ বলেছিলেন, ইসলাম ও খ্রিস্ট ধর্ম এদেশের নয়। ফলে ভারতীয় জনতা পার্টি মনে করে সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে পড়া বর্গ হলেও তাদের সংরক্ষণের আওতায় এনে চাকরি, শিক্ষায় বিশেষ সুযোগ দেওয়া উচিত নয়। এমনকী লোকসভা, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েতের মতো জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রেও সংরক্ষণ থাকা উচিত নয়।

রঙ্গনাথ মিশ্র কমিশন সামাজিক ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অংশের জন্য ১৫ শতাংশ সংরক্ষণের সুপারিশ করে। যা নিয়ে প্রকাশ্যেই বিরোধিতা করেন রামনাথ কোবিন্দ।

তার বক্তব্য ছিল তপশিলি জাতির সঙ্গে একই সারিতে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা পিছিয়ে পড়া বর্গ হলেও তাদের এক শ্রেণিতে রাখা যাবে না, এটা অসাংবিধানিক। যখন তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে কিসের ভিত্তিতে শিখ দলিতরা এই সুবিধা পাবেন? এই প্রশ্নের জবাবে তার বক্তব্য ছিল, ইসলাম ও খ্রিস্টান ধর্ম ভারতের নয় কিন্তু শিখ ভারতের ধর্ম।

হ্যাঁ, এই রামনাথ কোবিন্দই আগামী দিনে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে এক হিসেবে তাকে পরবর্তি রাষ্ট্রপতি হিসেবেই দেখছে ভারত। কারণ রাষ্ট্রপতি হতে যে পরিমান সমর্থন প্রয়োজন তা বিজেপির পাশাপাশি কয়েকটি ছোট দল সমর্থন করলেই যথেষ্ট। সেখানে শিবসেনা ও বহুজন সমাজবাদী পার্টির মতো বড় আঞ্চলিক দলের সমর্থন ইতিমধ্যেই পেয়ে গেছেন।

শোনা যাচ্ছে, বিহারের নীতিশের দল ও উত্তরপ্রদেশের মুলায়ম সিংও রামনাথ কোবিন্দকে সমর্থন দেবে! পাশাপাশি আরএসএসে নেতা হওয়ায় বাড়তি প্রভাব থাকছে রামনাথ কোবিন্দ।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে