শনিবার, ২৪ জুন, ২০১৭, ১০:৫৭:৩২

পবিত্র কাবা শরীফে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি সৌদির

পবিত্র  কাবা শরীফে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র স্থান কাবা শরীফে সন্ত্রাসীদের একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়ার দাবি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে। এসময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে ১১ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

তবে কিভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্মকর্তারা।

রমজান মাসের শেষের দিকে সারা বিশ্ব থেকে এখন মক্কায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসলমান।

২০১৬ সালের জুলাই মাসে মদিনায় ইসলামের নবীর মসজিদের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে, তার বেশ কয়েকটির দায় নিয়েছিল তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)। তবে বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে।-বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে