শনিবার, ২৪ জুন, ২০১৭, ০৮:২৬:১২

আগামীকাল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদ

আগামীকাল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিশ্চিতকরণ সভা শেষে সরকারের পক্ষ থেকে পবিত্র উদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী লকমান হাকিম সাইফুদ্দিন বলেন, ছয় সদস্যের পর্যবেক্ষক কমিটি রবিবার উদুল ফিতর উদযাপনের বিষয়ে একমত হয়েছে। সুতারং সারাদেশে আগামীকাল রবিবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

নিশ্চতকরণ সভায় ইন্দোনেশীয় উলামা কাউন্সিল (এমইউআই) এবং বেশ কয়েকটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।  

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরের সরকারি বার্তা সংস্থাগুলো এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া ধর্মীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে যে, শনিবার নতুন চাঁদ দেখা গেছে। এজন্য রবিবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এক মাসের রোজা পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে