রবিবার, ২৫ জুন, ২০১৭, ১০:০৯:৪৫

সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করেছে ইরান ও কাতার

সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করেছে ইরান ও কাতার

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা নগরীর পবিত্র কাবাঘরের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করেছে ইরান ও কাতার। সৌদি আরবের সাথে দেশ দু’টির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পরও তারা রিয়াদের প্রতি এ সংহতি প্রকাশ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাসেমি বলেন, ‘ইরান বরাবরই এ ধরনের অপরাধীদের মোকাবেলায় অন্যান্য দেশকে সহযোগিতা করতে প্রস্তুত, কারণ তারা জাহেলের মতো খুনোখুনি ও ঘৃণাবিদ্বেষের বিস্তার ঘটায়।’ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সাথে আমরা সংহতি প্রকাশ করছি।’ কাবা শরিফের কাছে আত্মঘাতী এক বোমা হামলায় শুক্রবার ছয় বিদেশী মুসলিমসহ ১১ জন আহত হয়েছে। জমাতুল বিদার নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, বৃহস্পতিবার সকালে পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করে বড় ধরনের একটি চক্রান্ত ব্যর্থ করে দেয়া হয়েছে।

২০১৪ সালের পর থেকে প্রায়ই সৌদি আরবে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটছে। এ জন্য দায়ী করা হয় আইএসকে। আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং গত বছরের জানুয়ারি থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

এ দিকে চলতি মাসের শুরুর দিকে ‘সন্ত্রাসবাদকে’ সমর্থনের কথিত অভিযোগে কাতারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। তবে দোহা সব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে