রবিবার, ২৫ জুন, ২০১৭, ১২:২৬:০৮

বাংলাদেশের মানুষদেরও ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ সালমান

বাংলাদেশের মানুষদেরও ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার দেশগুলো ঈদ উদযাপন করছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ভালোভাবে ঈদ উদযাপন করবেন এমন আশা প্রকাশ করেছেন বাদশাহ সালমান। দীর্ঘ একমাস রোজা শেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রত্যেক মুসলিম হাসি আনন্দে ঈদ উদযাপন করুক। জাতির উদ্দেশে এক ভাষণে সৌদি বাদশাহ এমন প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাদশাহ এ সময় বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে সন্ত্রাসবাদের কারণে কষ্ট সহ্য করছে। সন্ত্রাসীদের বিভিন্ন হামলায় মানুষের শান্তি বিনষ্ট হচ্ছে। এতে করে মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে।

বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়টিকে সৌদি বেশি জোর দিচ্ছে বলেও জানান বাদশাহ সালমান।

শনিবার সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে