রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৩:০৩:০১

ঈদের নামাজে ইমামতি করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

ঈদের নামাজে ইমামতি করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেছেন। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন।
আসাদ রোববার আল-নূরি মসজিদে নামাজ আদায় করেন।  

আসাদের অফিস থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে মসজিদের নামাজ আদায় করতে দেখা যায়। এরপর তিনি মসজিদের বাইরে এসে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামবিষয়ক মন্ত্রী মোহম্মদ আব্দেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে