রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৩:২৪:৩০

ট্রাম্প বললেন, ঈদ মোবারক

ট্রাম্প বললেন, ঈদ মোবারক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ অভিনন্দন এবং ঈদ মোবারক জানিয়েছেন।  

২৪ জুন শনিবার হোয়াইট হাউজ থেকে প্রেরিত এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার জনসাধারণের পক্ষ থেকে আমি এবং আমার স্ত্রী মেলানিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি ঈদ মুবারক।

পবিত্র রমজান উপলক্ষে আমেরিকান মুসলমানরাও সারাবিশ্বের মুসলমানদের সাথে মিলিত হয়ে ধর্মীয় বিশ্বাস এবং সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত হয়েছিলেন। এক মাসের সিয়াম সাধনা শেষে এখন তারা পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে খুশীর ঈদ উদযাপন করবেন। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তারা নিকট প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের খাবার গ্রহণ করবেন। ’

ট্রাম্প আরো বলেন, ‘এই রমজানের সময়, সকলেই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। সারাবিশ্বের মুসলমানদের মত আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করে ট্রাম্প বলেন ঈদ মোবারক। ’

এদিকে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, আরিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে আজ রোববার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার ২৯টি রোজা হলো মুসলিম আমেরিকানদের।  

ঈদ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে প্রত্যেক মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায়। বিশেষ করে, প্রতিটি মসজিদের সাথে স্থানীয় পুলিশ স্টেশনের যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশী এ্যাকশন শুরুর আশ্বাস দেয়া হয়েছে।  
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে