আন্তর্জাতিক ডেস্ক : নাম না করে নরেন্দ্র মোদিকে ধুয়ে দিলেন মমতা ব্যানার্জী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কলকাতার রেড রোডের নামাজে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতার অভিযোগ, ভারত জুড়ে অসহিষ্ণুতার বাতাবরণ চলছে। নিজের জমিদারি ভেবে কেউ কেউ স্বেচ্ছাচারিতা চলাচ্ছেন। কিন্তু, সাধারণ মানুষ তা মানবে না। ঈদে সম্প্রীতির বার্তাও দেন তিনি।
ভারতের বিভিন্ন অংশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে মোদি সরকার। ভারতের রাজস্থান, হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। ঈদে রেড রোডের নামাজে যোগ দিয়ে এমন অসহিষ্ণুতার অভিযোগ তুলেই মোদি সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নাম না করেই আক্রমণ শানালেন মমতা ব্যানার্জী।
মোদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘কেউ কেউ দুনিয়াটা নিজের জমিদারি ভাবছে ৷ গোটা দুনিয়ার দায়িত্ব নেব। তা কিন্তু চলবে না। আমরা আপনাদের সঙ্গে আছি। হিন্দু না মুসলিম, আমাদের কী লিখতে হবে? আমরা সকলেই মানুষ। মানুষের বিচারের জন্য যতদূর যেতে হয় যাব। আমরা যেতে প্রস্তুত। ’
ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গোরক্ষকদের তাণ্ডবে বিতর্কের ঝড় উঠেছে বারেবারেই। কিন্তু, সেই আঁচ থেকে অনেকটাই নিরাপদে রয়েছে পশ্চিমবঙ্গ। তা মনে করিয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও দেন মমতা ব্যানার্জী।
তিনি বলেন, ‘সারা দেশে অসহিষ্ণুতার বাতাবরণ৷ সবাই একসঙ্গে থাকুন৷ সবাই ভাল থাকুন৷ তাহলে কেউ কিছু করতে পারবে না৷ আমরা এক হয়ে থাকব৷ এই ঐক্য কেউ ভাঙতে পারবে না৷’ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গে মাঝেমাঝেই মাথাচাড়া দিচ্ছে বিভেদকামী শক্তি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস