আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তেজনা ভারত-চীন সীমান্তে। বেশ কিছুদিন আগে ভারতীয় ভূখণ্ডে ঢুকে দুটি বাঙ্কার ধ্বংস করার অভিযোগ উঠেছে চীনা সেনার বিরুদ্ধে। আর এই নিয়েই গত ১০ দিন ধরে সিকিমের ডোকা লা জেনেরাল এলাকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে।
এর ফলে কৈলাস মানস সরোবরে রওনা দেওয়া ভারতীয় তীর্থযাত্রীদের সীমান্তে আটকে দেয় চীনা প্রশাসন। চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে তাদের আটকানোর চেষ্টা করে ভারতীয় সেনারা। তবে এই কাজ করতে তাদের বেশ কিছুটা বেগ পেতে হয়।
ভারতীয় ভূখণ্ডের ডোকা লা-র লাল্টেন এলাকায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস করে চীনা সেনারা। এরপর ভারতীয় ভূখণ্ডের আরও ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। কিন্তু, সেই সময় চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) সেনাদের রুখতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) মানবপ্রাচীর তৈরি করে ভারতীয় সেনা। এরপরই সরকারি স্তরে অভিযোগ জানায় ভারত।
সেনাবাহিনীর অভিযোগের ভিত্তিতে গত ২০ জুন দু’দেশের শীর্ষস্তরের সেনা কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক করা হয়। তারপর থেকে ভারতীয় ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও এলাকায় এখনও পর্যন্ত চাপানউতোর বজায় রয়েছে।
তবে এই ঘটনা প্রথম নয়। সিকিম, ভুটান ও তিব্বত সীমান্তে এই ঘটনা আগেও ঘটেছে। এর আগে ২০০৮ সালের নভেম্বর মাসেও ডোকা লা-তে ভারতীয় সেনার বাঙ্কার ধ্বংস করেছিল চীনা সেনা।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস