মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ১১:৩৯:১৭

পাকিস্তান সেনাবাহিনীকে চীনের স্যালুট

পাকিস্তান সেনাবাহিনীকে চীনের স্যালুট

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্যে পাকিস্তানের সামরিক বাহিনী বড় রকমের ত্যাগ স্বীকার করেছে। আর সেই কারণেই পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী যেভাবে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা পালন করছে সেজন্যে সেনাবাহিনীকে স্যালুট জানাল চীন।

সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাক সেনা প্রধান এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আঞ্চলিক নানা ঘটনাবলী বিশেষ করে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করেন।  

এছাড়াও ওই বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে তারা কথা বলেন। বৈঠকে জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি যেভাবে পাকিস্তানের পাশে রয়েছে চীন। এজন্যে বেইজিংকে ধন্যবাদ জানান পাকিস্তানি সেনাপ্রধান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে