আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের মেন গেটের সামনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লিমুজিন যখন দাঁড়াল, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়ে মার্কিন ফাস্ট লেডি।
হলুদ ডোরাকাটা পোশাকে একেবারে অন্য ভূমিকায় মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে প্রকৃত হোস্টের ভূমিকা নিলেন মেলানিয়া। নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করলেন। ভারত নিয়ে আগ্রহের কথাও জানালেন। মেলানিয়া ও ট্রাম্প কন্যা ইভাঙ্কাকে ভারতে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি।
যেভাবে হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হল, গোটা বিশ্বের কাছেই তা অবাক হওয়ার মতো ঘটনা। নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে একেবারে গেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। প্রথমে হ্যান্ড - শেকের পর কিছুক্ষণ কথা। তারপর ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে আলাপচারিতা। তারপরই হোয়াইট হলের দিকে এগিয়ে গেলেন মোদি-ট্রাম্প ও মেলানিয়া। তার আগে ভারতের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম স্যালুট দিয়েছে হোয়াইট হাউস। মোদিকে হোয়াইট হাউস ঘুরিয়েও দেখান ট্রাম্প।
ফাস্ট লেডি মেলানিয়া ও প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কার সঙ্গেও আলাপ করেন মোদি। ফাস্ট লেডির হাতে তুলে দেন ভারত থেকে আনা বিশেষ উপহার। প্রেসিডেন্ট কন্যার জন্য ছিল হিরে ও সোনার তৈরি ব্রেসলেট। ভারত সফরের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত ইভাঙ্কা।
হোয়াইট হাউসের সদস্যদেরও মন জয় করে নিলেন মোদি। কূটনৈতিক বিষয় তো থাকলই। তবে উপহারের ডালাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে মুগ্ধ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। কী নিয়ে গিয়েছিলেন? মার্কিন প্রেসিডেন্টের জন্য নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নামাঙ্কিত ভারতীয় স্ট্যাম্প। তাঁর স্ত্রীকে উপহার দিয়েছেন হাতে বোনা কাশ্মীরি শাল।
এছাড়া দিয়েছেন হ্যান্ডক্রাফটেড হিমাচলি ব্রেসলেট, চা ও মধু। প্রেসিডেন্টের জন্য ছিল আরও উপহার। পাঞ্জাবের হোসিয়ারপুর ঘরানার খোদাই করা কাঠের বাক্স। মোদির এই আন্তরিকতায় যে আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী, তা বলাই বাহুল্য। তবে উপহারের এই ঘটা কূটনৈতিক সাফল্যে গড়াবে তো? নানামহলে প্রশ্ন এখন সেটাই।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি