বুধবার, ২৮ জুন, ২০১৭, ০২:০৯:১৬

ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলা

ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলা চালানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা সেটি করেছেন বলে  দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী কারাকাসে অবস্থিত পুলিশের বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার ছিনতাই করে আদালত ভবনে বোমা বিস্ফোরণের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা।

পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওসকার পেরেজ নামের ওই ব্যক্তি বলেন, আমরা কোন দলের পক্ষে নই। আমরা সেনা, পুলিশ কর্মকর্তাসহ দেশের সব নাগরিকের সমন্বয়ে এ স্বৈরশাসক ও অপরাধী সরকারের বিরুদ্ধে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

এ হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সুপ্রিম কোর্টের উপর দিয়ে একটি হেলিকপ্টার কয়েকবার ঘুরতে থাকে। পরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গেলো কয়েকদিন ধরে দেশটিতে বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আন্দোলকারীদের অভিযোগ মাদুরোর সরকারের হাতে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই।

অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

গেলো ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে