বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ১১:২১:৩৯

ইসলাম ভাল শিক্ষা দেয়, নকল মুসলিমরাই জঙ্গি হয়-বললেন লন্ডন বাসিন্দা গাভিন

ইসলাম ভাল শিক্ষা দেয়, নকল মুসলিমরাই জঙ্গি হয়-বললেন লন্ডন বাসিন্দা গাভিন

আন্তর্জাতিক ডেস্ক: কখনও লন্ডন ব্রিজ কখনও আরিয়ানা গ্র্যান্ড, একের পর এক সন্ত্রাসবাদী হামলায় যখন কাঁপছে লন্ডন, যখন একটি বিশেষ সম্প্রদায়ের ওপর বেশ কিছু মানুষের রাগ, ক্ষোভ উপচে পড়ছে, তখন এক অন্যন্য ঘটনার সাক্ষী রইল লন্ডন l

সম্প্রতি লন্ডনের এক বাসিন্দা গাভিন মেলড্রাম নামে এক ব্যক্তি তাঁর ওয়ালেট হারিয়ে ফেলেন l পেশরু আহমেদ নামে এক মুসলিম ব্যক্তি সেই ওয়ালেট খুঁজে পান l এবং তার মধ্যে থেকে ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড খুঁজে বের করেন l নাম, ঠিকানা দেখে ওই ব্যক্তির বাড়িতে চলে যান পেশরু l এবং, ফেরৎ দেন ওয়ালেটটি l

আহমেদকে যখন গাভিন ধন্যবাদ জানান, তখন ওই মুসলিম ব্যক্তি বলেন, ‘ইসলাম তাঁকে এই শিক্ষা দিয়েছে l’ শুধু তাই নয়, ইসলাম থেকে ওই শিক্ষা পাওয়ার জন্যই গাভিন তাঁর ওয়ালেট খুঁজে পেয়েছেন বলেও জানান আহমেদ l

আহমেদ আরও বলেন, ‘আমি মুসলিম l বর্তমানে আসল ও নকল মুসলিম, দুটি ভাগ রয়েছে l ইসলাম ভাল শিক্ষা দেয়, নকল মুসলিমরাই জঙ্গি হয় এখন, আল কায়দার মত জঙ্গি সংগঠনে যুক্ত l

যদি নকল মুসলিমরা আপনার ওয়ালেট খুঁজে পেত, তাহলে ওরা আর ফেরৎ দিত না l কিন্তু, আসল মুসলিমরা এরকম না l অন্যের জিনিস হাতে এলে আসল মুসলিমরা তা সব সময়ই ফেরত দিয়ে দেয় l এটাই আমকে ছোট থেকে শেখানো হয়েছে l’-ইন্ডিয়া ডটকম
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে