বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ০১:৪৭:৪৭

সুন্দরী এক নারী সাংবাদিককে ডেকে একি বললেন ট্রাম্প! বিশ্বজুড়ে ভাইরাল ভিডিও

সুন্দরী এক নারী সাংবাদিককে ডেকে একি বললেন ট্রাম্প! বিশ্বজুড়ে  ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: প্রেস-মিডিয়ার সঙ্গে কথা 'তিনি' বলবেন বলে 'তাদের' ডাকা হয়। সেই অনুসারে অনেকেই হাজির হন সেখানে। ঠিক তার আগে চলছিল ফোনে কথা, আর তার মাধেই ঘটে গেল এই অদ্ভূত ঘটনাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে বসেছিল মিডিয়ার আসর। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সাংবাদিকরা। তাদের মধ্যেই ছিলেন কাইত্রিওনা পেরি। আইরিস এক সংবাদ সংস্থার প্রতিনিধি। তাদের সঙ্গে কথা বলতে বলতেই ট্রাম্প নিজের অফিস থেকে ফোন করেন নব-নির্বাচিত আইরিস প্রধানমন্ত্রী লিও ভারাদকরকে। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য।

দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথা চলাকালিন হঠাত্‍ই ট্রাম্প পেরিকে তাঁর সামনে ডেকে নেন। ভারাদকরকে বলেন, "আপনার দেশের এই সাংবাদিককে দেখতে খুব সুন্দর। তাঁর হাসিটিও মিষ্টি। তাই আমার মনে হয় তিনি নিশ্চই সঠিক খবর পরিবেশন করেন।'' শুধু তাই নয়, এর মাঝেই ছিল কিছু অপ্রীতিকর শব্দও। তবে, কার্যত তা এড়িয়ে যান ওই মহিলা সাংবাদিক। গোটা ঘটনার ভিডিওটি সামনে আসতেই বর্তমানে তা বিশ্বজুড়ে ভাইরাল।-জিনিউজ
২৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে