বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ০৪:১৬:৫৮

সপ্তাহে ৬৬ হাজার পোস্ট মুছে ফেলছে ফেসবুক, আপনার পোস্ট আছে তো?

সপ্তাহে ৬৬ হাজার পোস্ট মুছে ফেলছে ফেসবুক, আপনার পোস্ট আছে তো?

আন্তর্জাতিক ডেস্ক:  আপনার পোস্ট আছে তো?  এবার পোস্ট ডিলিটের কাজ শুরু করেছে সোশাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। তারা প্রতি সপ্তাহে ৬৬ হাজার পোস্ট বেছে বেছে মুছে ফেলছে।

যে পোস্টগুলো তাদের দৃষ্টিতে ক্ষোভ, হিংসা, ঘৃণা বা বিদ্বেষ প্রকাশের ভাষা হিসাবে পরিগণিত হয়, সেসব পোস্ট মুছে ফেলছে ফেসবুক।  এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, যেসব পোস্টের ওপর সেন্সরশিপ আনা দরকার বলে মনে হচ্ছে, সেগুলোই সরিয়ে ফেলা হবে।  

এ ধরনের পোস্ট মানুষের জাতি, বর্ণ ও লিঙ্গভেদে বিদ্বেষ প্রকাশ ও ছড়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে।  ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের এই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ২০০ কোটি ব্যবহারকারীর অভিজ্ঞতায় যেগুলো বিদ্বেষপূর্ণ পোস্ট বলে বিবেচিত হচ্ছে, সেগুলোকেই বেছে নিতে ইচ্ছুক তারা। তবে কোনগুলো মুছে ফেলা হবে এবং হবে না তাই ফেসবুকই নির্ধারণ করবে।  

এই মুহূর্তে এ কাজে সাড়ে ৪ হাজার ফেসবুক কর্মী ব্যস্ত থাকছেন। তারা একাধারে হাজার হাজার পোস্ট দেখে চলেছেন। আগামী বছর থেকে একই কাজে হয়তো আরো ৩ হাজার কর্মীর নিয়োগ দেবে ফেসবুক।-ফক্স নিউজ
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে