আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর অবরোধ আরোপ করার জন্য সৌদি আরব ও তার মিত্র দুটি আরব দেশের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষেণা করেছে কাতারের জাতীয় মানবাধিকার কমিশন।
কাতারি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আলী বিন স্মাইক আল-মারি গতকাল (বুধবার) এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এসব দেশের বিরুদ্ধে মামলার জন্য সুইজারল্যান্ড থেকে আইনজীবী নিয়োগ দেয়া হবে এবং কোনো মামলা দায়ের করা হবে এসব দেশের আদালতে আর কোনো মামলা দায়ের করা হবে আন্তর্জাতিক আদালতে।
মারি জানান, সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর অবরোধের কারণে কাতারের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে মামলা করা হবে। তিনি বলেন, অবরোধ আরোপকারী দেশগুলো যাতে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় সেজন্য ক্ষতিপূরণের মামলাও করা হবে।
আলী মারি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে বহু কাতারি নাগরিক রয়েছেন এবং এসব দেশে তাদের ব্যবসা-বাণিজ্য ও সম্পত্তি আছে। আরব দেশগুলোর অবরোধের কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহে সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য কাতারের কাছে তাদের দাবি পেশ করেছে এবং দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিছু শর্ত দিয়েছে। কাতার এসব দাবি ও শর্ত নাকচ করেছে। এরপর নতুন করে মামলা করার খবর বের হলো। এতে ধারণা করা হচ্ছে- কাতারকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে তা সহজে শেষ হবে না।-ওয়েবসাইট
এমটিনিউজ২৪/এম,জে