বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ০৫:১৬:১০

চীনের পর এবার ভারতীয় সেনার ওপর পাকিস্তানের হামলা

চীনের পর এবার ভারতীয় সেনার ওপর পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাকে লক্ষ্য করে বৃহস্পতিবার গুলি চালায় পাক-সেনা। সবজিযান সেক্টরের ওই ঘটনায় দুই জওয়ান জখম হয়েছেন।

বালাকোট বেল্টেও তারা ক্রমাগত শেল ফাটিয়ে যাচ্ছে বলে খবর। গতকালও রাজৌরি এবং পুঞ্চ জেলায় সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে, শেল ফাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করে পাকিস্তানি সেনা। যদিও ব্যর্থ হয় তারা। চুপ নেই ভারতীয় সেনাও। তারাও পালটা জবাব দিচ্ছে।

গত কয়েক মাস ধরে সীমান্তের ওপার থেকে ক্রমাগত গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের পরও সেকাজ চালিয়ে যাচ্ছে তারা। এর জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে।

এদিকে, গত সপ্তাহে সিকিম সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ঢুকে দুটি বাঙ্কার ধ্বংস করার অভিযোগ উঠেছে চীনা সেনার বিরুদ্ধে। আর এই নিয়েই গত ১০ দিন ধরে সিকিমের ডোকা লা জেনেরাল এলাকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে