শুক্রবার, ৩০ জুন, ২০১৭, ১২:১৯:৩৮

টয়লেট নেই, নিরাপত্তা রক্ষীদের আড়ালেই কাজ সারলেন মন্ত্রীমশাই

টয়লেট নেই, নিরাপত্তা রক্ষীদের আড়ালেই কাজ সারলেন মন্ত্রীমশাই

আন্তর্জাতিক ডেস্ক : অনেক ক্ষণ ধরে হয়ত চেপে রেখেছিলেন। কিন্তু বয়সও তো হয়েছে। আর কতক্ষণ পারেন! তাই উপায় করতে না পেরে প্রকাশ্যেই নিরাপত্তা রক্ষীদের দাঁড় করিয়ে আড়ালেই কাজ সেরে ফেললেন মন্ত্রীমশাই!

ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীর কীর্তিতে প্রহসনে পরিণত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান। দেশটির কৃষিমন্ত্রী রাধা মোহন সিং-কে সম্প্রতি প্রকাশ্যে রাস্তার ধারে মূত্রত্যাগ করতে দেখা গিয়েছে।

সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। ছবিতে দেখা গিয়েছে, রাস্তায় রাখা আছে মন্ত্রীর গাড়ি। তার কাছেই কড়া নিরাপত্তার মধ্যে নিরাপত্তা রক্ষীদের দাঁড় করিয়ে আড়ালে একটি দেওয়ালে প্রস্রাব করছেন রাধা মোহন সিং।

বিহারের মোতিহারি সফরে গিয়ে মন্ত্রীমশাই ওই কাণ্ড ঘটিয়েছেন বলে খবর মিলেছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনায় মুখর হন নেটিজেনরা। এই কাজের জন্য কৃষিমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাওয়া উচিত বলে দাবি করেন অনেকে।

মন্ত্রীর এই কাণ্ডে উপহাস করে টুইট করেছে বিহারের লালু প্রসাদ যাদবের জনতা দল। ছবির ক্যাপশনে বিদ্রূপ করে তারা লিখেছে, 'কড়া নিরাপত্তার বেষ্টনীতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানকে আরও চাঙ্গা করলেন। খরাবিধ্বস্ত রাজ্যে একটি সেচপ্রকল্পের উদ্বোধন করলেন তিনি।'

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে