আন্তর্জাতিক ডেস্ক : সিকিম সেক্টরে ভারত ও চীনের সেনাবাহিনীর উত্তেজনা নিয়ে চিন্তিত উভয় দেশ৷ এর প্রেক্ষিতেই ভারতের প্রতি চরম হুঁশিয়ারি দিল চীন৷ তারা কটাক্ষ করেছেন ভারতের সেনা প্রধানকে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছে তারা ভারতকে৷ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে কলকাতা টোয়েন্টিফোর।
বৃহস্পতিবার চীনের পিপলস লিবারেশন আর্মি’র মুখপাত্র উ ইয়ান জানিয়েছে, যে ব্যক্তি এমন মন্তব্য করেছে তার ইতিহাস ঘেঁটে দেখা উচিত৷
এমনকি ভারতীয় সেনা বেআইনি ভাবে চীনের জমিতে ঢুকে পড়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি৷ তার দাবি সিকিমের ডোকলাম সেক্টরে তাদের নিজেদের জমিতে কাজ করছিল চীনা সেনারা৷ সেখানে ঢুকে চীনা সেনাদের কাজে বাধা দেয় ভারতীয় সেনা৷
এমটিনিউজ২৪/টিটি/পিএস