আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম হত্যার প্রতিবাদে ভারতে শুরু হয়েছে বিক্ষোভ। আর এই বিক্ষোভে মুসলমানদের পাশে দাঁড়াতে অংশ নিচ্ছেন হিন্দুরা ও।
পর পর কয়েকটি মুসলিম হত্যাকান্ডের পর হিন্দুত্ববাদীদের হিংস্র, সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে, রুখে দাঁড়াচ্ছে ভারতের নাগরিক সমাজ৷ তাদেরই প্রতিবাদ হলো দেশজুড়ে৷
দিল্লির মতো মুম্বাইও ফেটে পড়ে বিক্ষোভে৷ ‘নট ইন মাই নেম’-এর পাশাপাশি হিন্দু ডানপন্থি সরকারের নিশ্চুপতার সমালোচনা করেও প্ল্যাকার্ড দেখা যায়৷ এছাড়াও পাটনা, পুণে, লখনউ, এলাহাবাদ, চণ্ডীগড়, জয়পুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, অর্থাৎ দেশের সব বড় শহরে বুধবার ধ্বনিত হয়েছে এই প্রতিবাদ৷
এমটিনিউজ২৪/টিটি/পিএস